দুর্গাপূজায় সর্বাত্মক সহযোগিতা দিতে নেতা-কর্মীদের জেলা বিএনপির চিঠি

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতা প্রদানে সকল সাংগঠনিক ইউনিটকে চিঠি দিয়েছে চাঁদপুর জেলা বিএনপি।

৩০ সেপ্টেম্বর চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্ল্যা সেলিম স্বাক্ষরিত এক চিঠিতে বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্য নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলা হয়।

প্রিয় সহকর্মী, বিএনপির কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আপনাদেরকে জানাচ্ছি যে, হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

এই দুর্গোৎসব যেন হিন্দু সম্প্রদায় শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সে ব্যাপারে আপনারা বিএনপির সকল নেতা-কর্মী- সমর্থক হিন্দু ভাই-বোনদেরকে সর্বাত্মক সহযোগিতা দেবেন। দুর্গোৎসব নিয়ে কোনো মহল যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে তার জন্যে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। স্থানীয় পূজামণ্ডপের কর্মকর্তাদের সমন্বয়ে আপনারা সভা করে তাদের সমস্যা শুনে সমাধানের যাবতীয় ব্যবস্থাগ্রহণের জন্যে জোর অনুরোধ করা গেলো।

এই চিঠির অনুলিপি কেন্দ্রীয় বিএনপির মহাসচিব, দপ্তর সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক/সহ- সাংগঠনিক সম্পাদককে দেয়া হয়েছে।

সম্পর্কিত খবর