শাহমাহমুদপুরে ঝগড়া থামাতে গিয়ে ৩ প্রতিবেশী আহত

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলা ৪ নং শাহমাহমুদপুরে কৃষ্ণপুর গ্রামের কাজী বাড়িতে ভাই বোনের ঝগড়া থামাতে গিয়ে তিন প্রতিবেশী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুর ১ টায় ৪নং শাহমাহমুদপুরের কৃষ্ণপুর গ্রামে কাজী বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

আহত রেখা বেগম (৪৫) জানান, আরিফ কাজী(৩৭), পিতা নুর ইসলাম কাজী, তার বোনকে প্রচন্ড মারধর করতে থাকলে আমি প্রতিবেশী হিসেবে এগিয়ে যাই এবং আর না মারতে বারণ করি। এতে আরিফ কাজীর স্ত্রী শারমিন আক্তার ক্ষিপ্ত হয়ে আমার হাত উল্টিয়ে ধরে ভেঙ্গে ফেলে। আমার ডাক-চিৎকারে বাড়ির অন্য প্রতিবেশী আনোয়ারা বেগম(৪০)সহ অন্যান্যরা এলে তাদের কেও তারা কিল ঘুশি ও লাতি মেরে আহত করে।

আহত রেখা বেগম আরো জানান, আরিফ কাজী ও তার স্ত্রী প্রায়ই তার মা ও বোনকে মারধর করে। প্রতিবেশী লোকজন কিছু বললে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে পড়ে।

আহত রেখা বেগমের স্বামী মোতালেব কাজী জানান, আমার স্ত্রী ঝগড়া থামাতে গেলে আরিফ কাজীর স্ত্রী মারধর করে এক পর্যায়ে তার হাত ভেঙ্গে দেয়। এমনকি বাড়ির অন্যরাও তাদের ঝগড়া থামাতে গেলে আরিফ কাজি ও তার স্ত্রী তাদের কেও মারধর করে। আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ ছিল না। আমি এর সুস্থ বিচার চাই।

এলাকার লোকজন জানায়, প্রায় সময় আরিফের স্ত্রী বাড়ির মানুষের উপর ক্ষুদ্র বিষয় নিয়ে উচ্ছৃংখল ব্যবহার করেন। আরিফ ও আরিফের স্ত্রীর সাথে তার মা-বোনের মধ্যে সবসময় ঝামেলা লেগে্ই থাকে। তাদের এই ঝগরার বলি হলেন প্রতিবেশী মহিলা রেখা বেগম। দীর্ঘক্ষণ ধরে ভাই বোন এর মধ্যে ঝগড়া চলছিলো। সেই সময় প্রতিবেশী রেখা বেগম ঝগরা থামাতে এগিয়ে আসলে তার হাত ভেঙ্গে দেয় আরিফ কাজীর স্ত্রী শারমিন আক্তার। পরে আহত রেখা বেগমকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

আরিফ কাজীর স্ত্রী বিপক্ষে যে কথা বলে, তাকেই বেধড়ক চর থাপড় লাথিপিঠা করেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।

এ বিষয়ে রেখা বেগমের স্বামী মোতালেব কাজী চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ কর্মীদেরকে জানান।

সম্পর্কিত খবর