সাইদ হোসেন অপু চৌধুরী: চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্মবিরতি পালন করেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২ ট পর্যন্ত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সামনে ৩ ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফারিদের পদায়ন বাস্তবায়নে ১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করা হয়।
নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ জয়নব বেগম, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক নাসরিন আক্তার, সদস্য সচিব খাদিজা বেগম, নার্সিং সুপারভাইজার মাকসুদা বেগম, নার্সিং ইন্সট্রাক্টর সাহানারা আক্তার, মুক্তা বেগম, লাইলী বেগম, শারমিন সুলতানা, রুহুল বাশার, মাহবুব হাসান, নার্সিং কর্মকতা ইউসুফ ভূঁইয়া, সবুজ হোসেন, মাসুম রাব্বানি, শামীমা আক্তার, নার্সিং স্টুডেন্ট মোঃ মাহবুব হোসেন, কমল মন্ডল, মোঃ হাসান, আক্কাছ ঢালী, আয়েশা আক্তার মেঘনা, খাদিজা আক্তার সুবনা, আয়েশা আক্তার, মোঃ ইকবাল হাসান উজ্জ্বল, মোঃ তানভীর আলম শান্ত, জান্নাতুল ফেরদৌস ঝুমা’র নেতৃত্বে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট ও চাঁদপুর আইডিয়াল নার্সিং কলেজ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পাবলিক হেলথ নার্স এবং সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কয়েক শতাধিক নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর থেকে যুক্তিক দাবী নিয়ে তারা রাজপথে নেমেছে। ২ অক্টোবর বুধবার ৫ ঘন্টা কর্মবিরতির পালন করবে চাঁদপুরে নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তা এবং শিক্ষার্থীগণ। তবে কর্মবিরতি চলাকালীন হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ জরুরি বিভাগ নিয়োজিত থাকবে।
এ ছাড়া ইমারজেন্সি, ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, পিআইসিইউ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে। তারপরও যদি দাবী মানা না হয় তাহলে নার্সরা পুনাঙ্গ কর্মবিরতি পালন করবে।