চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র এবং জেলা যুবলীগের সাবেক নেতা মোহাম্মদ আলী মাঝির বাড়িতে অভিযান করেছে যৌথ বাহিনী।
রোববার রাত প্রায় ১১টার দিকে তার পুরাণবাজার নিতাইগঞ্জের বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় মোহাম্মদ আলী মাঝি বাসায় ছিলেন না। তাঁর ছোট দুই ছেলে ছিলেন। অবৈধ অস্ত্র উদ্ধারে এক ঘন্টা সময় নিয়ে বাড়িতে ব্যাপক তল্লাশি করা হয়।
এসময় কোন কিছু পাওয়া যায়নি বলে জানা যায়।জেলা থানা ফাঁড়ি পুলিশের সাথে চাঁদপুর সেনা ক্যাম্পের সেনা টিম অভিযানে উপস্থিত ছিলেন।
মাঝির বাড়িতে যৌথবাহিনীর অভিযানের খবরে ওই বাড়ির আশপাশে স্থানীয় বহু মানুষের ভিড় জমে যায়। যৌথবাহিনী চলে যাবার পর রাস্তায় জড়ো হওয়া মানুষজন যার যার ঘরে ফিরে গেছে।
পারিবারিক সূত্র জানায় মোহাম্মদ আলী মাঝি চিকিৎসার জন্য ঢাকায় গেছেন।