স্টাফ রিপোটার :চাঁদপুরের মতলব উত্তরে বালু ব্যবসায়ীর বালু নিতে বাঁধা দেওয়ায় অভিযোগ উঠেছে।
সোমবার ৩০ সেপ্টম্বর উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের গাজীপর পাম্প হাউজ সংলগ্ন বালু গতিতে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী বালু ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, আমিসহ আরো ২/৩ জন মিলে ঠিকাদার কার্যক্রম পরিচালনা করি। সেই কাজের জন্য বালু ক্রয় করে গাজীপুর পাম্প হাউজ সংলগ্ন সরকারি স্থানে রাখি।
সোমবার দুপুরে ঠিকাদারি কাজ নাউরী রাস্তার কাজের জন্য বালু আনতে গেলে স্থানীয় ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনসহ আরো কয়েকজন মিলে বালু নিতে বাধা দেয়। এমনকি গাড়ির ড্রাইভার ও হেল্পারদের মারধর করতে চাইছে এবং গাড়ির চাবি রেখে দিতে চাইছে।
সরকারের উন্নয়ন কাজে যারা বাধা দেয় তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, যাদের বালু তারা নিয়ে যাচ্ছে, কেই তাদের বাঁধা দেয়নি।
এই জায়গার মালিক সরকার হলেও পূর্বের মালিক গাজীপুর গ্রামবাসী। তাই তাদের অগ্রাদিকার দেওয়া উচিত। কিন্তু আওয়ামীলীগ নেতা
আমিনুল ইসলামসহ আরো কয়েকজন দলীয় প্রভাব বিস্তার করে এতোদিন জোরপূর্বক জমি দখল করে বালু ব্যাবসা করে আসছে। এখন গ্রামবাসী সোচ্চার হয়ে সবাই মিলে বালু ব্যবসা করতে চাইছে। এতে আমার ব্যাক্তিগত কোন স্বার্থ নেই।