কচুয়া প্রতিনিধি : কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মোস্তফা কামাল অফিসচলাকালীন দুর্বত্তদের দ্বারা হামলার শিকার হয়েছে।
সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার ৪৪ নং উত্তর উজানী সরকারি বিদ্যালয়ে অফিসচলাকালীন সময় ৪/৫জন দুর্বৃত্ত বিদ্যালয়ে প্রবেশ করে নীচ তলায় বসে থাকা দপ্তরী কাম নৈশ প্রহরী মোস্তফা কামালকে বেধরক মারধর করে। তারা মোস্তফা কামালের হাত ,পা ও শরীরের বিভিন্ন স্থানে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে বেধরক মারধর করে উঠিয়ে নিবার চেষ্টা করে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করলে শিক্ষকগন এগিয়ে আসলে দুর্বৃত্তরা চলে যায়।
সংবাদ পেয়ে কচুয়া থানার এসআই মফিজুর রহমান ঘটনাস্থলে পৌছলে স্থানীয়রা মোস্তফা কামালকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন ছোট ছেলে মেয়েদের ডাক চিৎকারে আমরা নীচে গেলে ৪/৫জন দুর্বৃত্ত ঘটনাস্থল ত্যাগ করে।
বিষয়টির ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করে মোস্তফা কামালকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মোস্তফা কামাল জানান জোড় পুকুরিয়া গ্রামের রনি মিয়ার ছেলেসহ ৪/৫জন দুর্বত্ত আমাকে মেরে ফেলার জন্য হামলা করে আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। প্রশাসনের কাছে এ ঘটনার দৃষ্টন্তমূলক বিচার দাবী করছি। কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।