ইব্রাহিমপুর ইউনিয়নে কৃষি জমি দখলের পাঁয়তারার অভিযোগ!

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের পুরান বাজার পশ্চিম জাফরাবাদ মেঘনা নদীর তীর ঘেঁষা কৃষকদের ফসলি জমি জবর দখলের পায়তারা থেকে প্রতিকার চেয়ে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভোক্তভুগী কৃষকদের একটি অংশ।

গত ২৯ সেপ্টেম্বর রোববার গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগটি ভোক্তভোগীদের পক্ষে নিবার্হী কর্মকর্তার কার্যালয় গিয়ে নিবার্হী কর্মকর্তার হাতে তুলে দেন বাতেন বেপাড়ি ও আজম খান।

অভিযোগে উল্লেখ করা হয় বিবাদী রোস্তম গাজী, ও পৌর কাউন্সিলর লতিফ গাজী সহ অগ্গাত আরো কয়েকজন মিলে ৯৩ নং জাফরাবাদ হালে ৯৫ মৌজায় প্রায় ৩০ একর কৃষি জমি ইজারা নেয়ার পায়তারা করে আসছে।

ভোক্তভুগী কৃষকদের জানান, আমাদের জমিতে আমরা দীর্ঘ বছর যাবৎ চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। উল্লেখিত ব্যাক্তিগণ ও তাদের দোসররা আমাদের কৃষি জমি ইজারা নেওয়া নাম করে, আমাদের জমি দখলের পাঁয়তারা করে আসছে।

তারা আরো জানান, বিবাদীরা প্রভাবশালী হওয়ায় আমরা তাদের সাথে পেরে উঠতে না পারায় উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

আমাদের দাবি উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমরা যেনো আমাদের জমিতে নির্ভয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ অব্যাহত রাখতে পারি সে ব্যবস্থা করা দেবেন।

সম্পর্কিত খবর