চাঁদপুরে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধার পরিচালনায় বক্তব্য রাখেন,জেলা ওলামা দলের সহ-সভাপতি কাজী মাওলানা ফজলুল কবির,যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ বিন ইয়ামিন,পৌর ওলামা দলের সভাপতি হাফেজ নেয়ামত উল্যাহ,সদর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সাইফুল্ল্যা,

হাইমচর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, ফরিদগঞ্জ উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রেদোয়ান, সদর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সরোয়ার, মতলব উত্তর উপজেলা ওলামা দলের সাবেক সাধারন সম্পাদক মাওলানা মোঃ ফিরোজ আহমেদ প্রধান, সদর উপজেলা ওলামা দলের নেতা মাওলানা হাফিজুর রহমান, হাইমচর উপজেলা ওলামা দলের নেতা হাফেজ মোক্তার, মাওলানা সফিউল্ল্যাহ।

সভায় বক্তারা বলেন, বিগত দিনে আমরা নানান জটিলতার কারণে প্রোগ্রাম করতে পারিনি।কিন্তু এখনতো পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো আশা করছি আগামী দিনে আমরা সুন্দর ও সফল ভাবে প্রোগ্রাম করতে পারবো।আগামী ৭ তারিখ আমাদের বিভাগীয় প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রাম আমাদের সফল করতে হবে।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সহ-সভাপতি কাজী মাওলানা ফজলুল করিম।

সম্পর্কিত খবর