স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শিলন্দীয়া দালাল বাড়িতে মোঃ রাজু খন্দকার ও তার স্ত্রী মোছাঃ সুমি বেগমের ক্রয়কৃত ৫ শতাংশ ভুমির বাউন্ডারি বেড়া ভেঙ্গে অপর পক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা করে।
এই ঘটনায় ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে জমির প্রকৃত মালিক রাজু খন্দকারের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে দালাল বাড়ির জিন্না (৬০), আরঙ্গ (৫০), নাছির প্রধানীয়া (৪০), সর্ব পিতা- মৃত নূরুল ইসলাম প্রধানীয়া ও ইব্রাহীম প্রধানীয়া (৫০), কে বিবাদী করে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
জানা যায় মৃত রজব আলী প্রধানীয়ার ছেলে ইব্রাহীম প্রধানীয়ার মধ্যস্থতায় মোঃ রাজু খন্দকার ও তার স্ত্রী সুমি বেগম চাঁদপুর পৌরসভার বাহেরর খলিশাডুলী মৌজার সি এস-২০, এস এ -৮, খতিয়ানের ৩৫ দাগ, বি এস চুড়ান্ত ৪২ ও খারিজীর ৩৮০ খতিয়ানে ৯৫ দাগে পুকুর পাড় মোট ৫ শতাংশ জমি সালমা বেগম ও উম্মে কুলছুম থেকে ২১ আগস্ট ২০২৩ সালে ৬৭৮৬ নং সাবকলা দলিলে ক্রয় করে।
সালমা বেগম ও উম্মে কুলছুম তাদের মুরুব্বী ইব্রাহীম প্রধানীয়া ও এলাকার গণ্যমান্য লোকদের উপস্থিতিতে তাদের বিক্রি করা সম্পত্তি ৫ শতাংশ সার্ভারের মাধ্যমে পরিমাপ করে ক্রেতাদের দখল বুজিয়ে দিয়ে সীমানা নিধারন করে দেন। রাজু খন্দকার ও তার স্ত্রী সুমি বেগম তাদের ক্রয়কৃত সম্পত্তি মাটি দিয়ে ভরাট করে চার দিক বাউন্ডারি বেড়া দিয়ে একটি ঘর ও একটি রান্না ঘর তৈরি করে বৈদ্যুতিক মিটার স্থাপন করে।
রাজু খন্দকার ও তার স্ত্রী অন্যত্র থাকার কারণে এখানে আসা-যাওয়া কম হতো। এই সুযোগে ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুর ৩ ঘটিকায় দালাল বাড়ির জিন্না, আরঙ্গ, নাছির প্রধানীয়া ও ইব্রাহীম প্রধানীয়া জোরপূর্বক রাজু খন্দকার ও তার স্ত্রীর অজান্তে তাদের ক্রয়কৃত সম্পত্তির বাউন্ডারি বেড়া ভেঙ্গে জোরপূর্বক দখলের চেষ্টা করে। তারা সম্পত্তির মধ্যখান দিয়ে সুতার মাধ্যমে খুঁটিও বসায়।
জমির ক্রেতা রাজু খন্দকারের স্ত্রী সুমি বেগম বলেন আমাদের কে কোন কিছু না জানিয়ে জিন্না, আরঙ্গ, নাছির প্রধানীয়া ও ইব্রাহীম প্রধানীয়া আমাদের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে। তারা আমার দেওয়া টিনের বাউন্ডর, টিউবয়েল, রান্না ঘর ভেঙ্গে ফেলে এবং আমার ঘরের ভিতরের আসবা পত্র যাহা ছিল সব লুটপাট করে নিয়ে যায়।
আমি আমার জায়গায় এসে দেখি আমার ক্রয়ক্রিত জমির অংশের ভিতরে ঢুকে তাহাদের মনমত নতুন সীমানা নির্ধরন করে দখল করার চেষ্টা করে। খবর পেয়ে ছুটে আসলে তারা আমাকে হুমকি দেয় যে তাহাদের ইচ্ছে মত তাহারা সব কিছু করবে প্রয়োজনে তাহাদের এলাকা থেকে আমাকে কে তাড়িয়ে দিবে এবং আমাদের কে মেরে ফেলবে।
সরজমিনে গিয়ে জিন্না, আরঙ্গ, নাছির প্রধানীয়া ও ইব্রাহীম প্রধানীয়া কে না পাওয়াতে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।