শামীম আহম্মেদ জয় : চাঁদপুরের মতলব উত্তরে সম্পত্তিগত বিরোধের জের ধরে আপন ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর রাতে উপজেলার মিঠুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, নিহতের ভাই আশিক বেপারী (২৩), রবি উদ্দিন (৪৫), মজনু প্রধানের ছেলে আজিজ প্রধান (২৮), সিমা (৩০), রিনা (৩৮) ও লিপি আক্তার ৩৫)।
স্থানীয়রা জানান, কলিম উল্লাহ বেপারীর ছেলে মো. সফিকুল ইসলাম বেপারীর সাথে ভাই-বোনদের পৈতৃক সম্পত্তিগত বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার জমিজামা নিয়ে নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়েন সফিকুল।
একপর্যায়ে ভাই, বোন ও ভগ্নিপতি সকলে একত্রিত হয়ে সফিকুলকে বেধরক মারপিট করেন, এতে সফিকুল সফিকুল গুরুত্বর আহত হন। আহতবস্থায় ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, মৃতদেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।