চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের মরহুম হাশেম মিজি বাড়ীর মমিনুল ইসলামের(রাজন মিজি) ব্যবহৃত ক্যামন ২০ প্রো মডেলের টেকনো ব্যান্ডের মোবাইল চুরি হয়েছে।
মোবাইল চুরির ঘটনায় ২৮সেপ্টেম্বর চাঁদপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন মমিনুল ইসলাম রাজন মিজি । জিডি নং-১৬৯০, তারিখ-২৮/০৯/২০২৪ইং। এ ঘটনায় মডেল থানার এসআই সাখাওয়াতকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ।
জিডি সূত্রে জানা যায় ,২৮ সেপ্টেম্বর শাহতলী এলাকা থেকে মোবাইল ফোন চুরির ঘটনাটি ঘটে। ক্যামন ২০ প্রো মডেলের টেকনো ব্যান্ডের মোবাইল। যার আইএমই নম্বর-৩৫৫৪৩৯৯২০৬৩৯১৮৫, ৩৫৫৪৩৯৯২০৬৩৯১৯৩, র্যাম-৮জিবি, রং-নীল, রোম-২৫৬জিবি।