চাঁদপুরে প্রাথমিক শিক্ষায় জেলা পর্যায়ে যাঁদের শ্রেষ্ঠত্ব অর্জন

স্টাফ রিপোর্টার : বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ চাঁদপুরে ৮ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, স্কুল, ব্যাক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের তালিকা প্রকাশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, চাঁদপুর।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ জেলা পর্যায়ে যাচাই-বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও সদস্য-সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমীন এর যৌথ স্বাক্ষরিত ১৭ সেপ্টেম্বর ২০২৪ এর পত্রে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত পত্র মতে-প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নূরুল আমিন, সহকারী শিক্ষক, কচুয়ার রহিমা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা তাছলীমা আক্তার,ফরিদগঞ্জের সোভান সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রধানশিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান মতলবের তুষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হোসেনে আরা, চাঁদপুর সদরের বিষ্ণুদি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ কাব শিক্ষক মো.মোস্তফা কামাল, প্রধানশিক্ষক, চাঁদপুর সদরের উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শ্রেষ্ঠ কর্মচারী মো. জামাল হোসেন পাটওয়ারী, হাইমচরের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান, মতলব উপজেলা। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় শাহরাস্তির সোরশাক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর প্রধান শিক্ষিকা হলেন নাজমা আকতার।

সম্পর্কিত খবর