স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ভুয়া পেজ খুলে অনলাইনে ইলিশ বিক্রির নামে চলছে প্রতারণা। একদিকে প্রতারণার শিকার হচ্ছে ক্রেতা, অন্যদিকে প্রকৃত ব্যবসায়ীরাও হচ্ছে বদনামের ভাগিদার।
চাঁদপুরে ইলিশ মাছের চাহিদা ও সস্তা দামের লোভ দেখিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষকে হয়রানি করছে একটি প্রতারক চক্র।
ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের ইলিশের সুনাম দেশ-বিদেশে রয়েছে।
চাঁদপুরের ইলিশের লোভনীয় অফার দেয় একটি চক্র। কোনো ক্রেতা সেই অফার দেখে আকৃষ্ট হয়ে ইলিশ নিতে দিতে চাইলে অগ্রিম কিছু টাকা চাওয়া হয় অর্ডার কনফার্ম করার জন্য। কিন্তু টাকা পাঠানোর পর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয় না। পেইজে মেসেজ দিলেও আসে না রিপ্লে, আবার পেইজে দেওয়া নম্বরে ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।
চাঁদপুরে অনলাইনের মাধ্যমে দোকান রয়েছে ২০টি। সারাদেশে ভুয়া পেইজ খুলে অনলাইনে চাঁদপুরের ইলিশের নাম ভাঙ্গিয়ে বিক্রি করছে একটি প্রতারকচক্র। এতে ক্রেতারা বিকাশ বা নগদে টাকা পাঠানোর পর পাচ্ছেন না ইলিশের দেখা। লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারকচক্র। চাঁদপুরে নাম করে ভুয়া অনলাইন পেইজ খুলে লোভনীয় অফারে ক্রেতা আকৃষ্ট করে বিক্রি করা হচ্ছে চাঁদপুরের ইলিশ।
দর-দামের পর দ্রুত বিকাশে অগ্রীম লেনদেন করে অর্ডার নিশ্চিতের পর সেই মোবাইল নাম্বারটি ব্লক করে দেয় প্রতারকচক্র। প্রতিদিন প্রতারিত হচ্ছে দেশ-বিদেশের অনেক ক্রেতা। তবে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে চাঁদপুরের ইলিশ বিক্রির কথা জানান বৈধ অনলাইন ব্যবসায়ীরা। চাঁদপুরসহ অন্যান্য অঞ্চলে প্রশাসন ৪১টি বিশ্বস্ত পেজের তালিকা প্রকাশ করেছে এবং ভুক্তভোগীদের দ্রুত থানায় অভিযোগ করার জন্য উৎসাহিত করছে ।
চাঁদপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানান,চাঁদপুরে আমরা প্রতিদিন অভিযোগ পাচ্ছি পাঁচ সাতটি করে অনলাইন মাধ্যমে প্রতারণার করে পেইজ বুক পেজ খুলে টাকা হাতিয়ে নিচ্ছে। আমি একটা কথাই জনগণের উদ্দেশ্যে বলতে চাই যারা এই ভুয়া পেজ খুলে মানুষদেরকে প্রতারণা করছে আমি তাদেরকে বলবো ক্যাশ ওয়ান ডেলিভারিতে আপনারা লেনদেন করবেন আপনারা কেউ প্রতারিত ফাঁদে পা দিবেন না। চাঁদপুরে ৪১ টি পেজ আছে লিগেল পেজ ও চাঁদপুর জেলা পুলিশের পেজ আছে আপনারা নির্দিষ্ট পেজ থেকে ক্যাশ অন ডেলিভারিতে লেনদেন করবেন ভুয়া পেজ এ ক্যাশ অন ডেলিভারি করবেন না।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি মানিক জমাদার জানান ফেসবুকে পেজে মাছের দাম কম দেখিয়ে সবগুলো অনলাইন ভুয়া পেজ তারা একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্র এরা মানুষকে মাছের দাম কম দেখিয়ে মাছের দাম কম দেখিয়ে গ্রাহকের সাথে প্রতারণা করে টাকা নিয়ে তারা মাছ দেয় না। আমাদের মৎস্য সমিতির থেকে বলা আছে আপনারা কেউ অগ্রিম লেনদেন করবেন না। যাচাই বাছাই করে লেনদেন করবেন যাচাই-বাছাই করে মাছের অর্ডার দিবেন। চাঁদপুর মৎস্য সমিতির পেইজ আছে ওখান থেকে আপনারা মাছের অর্ডার দিবেন।
চাঁদপুরে অনলাইনও স্থায়ী মাছ ব্যবসায়ী জানান, অনলাইনে অর্ডার করলে কুরিয়ারে ইলিশ মাছ পাঠানোর পর টাকা নেয়া হচ্ছে। প্রকৃত ব্যবসায়ীদের পেইজ নকল করে সারাদেশে আনাছে-কানাছে একটি প্রতারক চক্র গড়ে উঠেছে। তারা আগেই টাকা হাতিয়ে নেয়। যারা এই ভুয়া পেজ দিয়ে অনলাইনে ব্যবসা নাম করে মান সম্মান খুন্ন করছে তাদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি দাবি করছি ।
অনলাইনের মাধ্যমে ইলিশ মাছ কিনে প্রতারিত হওয়া তারা জানান, আমরা অনলাইনে মাধ্যমে ইলিশ মাছ কিনে প্রতারিত হয়েছি যারা আমাদের থেকে টাকা আত্মসাৎ করছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।অনলাইনে লোভনীয় অফার দেখে চাঁদপুরের মাছঘাটে আসলাম, কিন্তু এসে দেখি মাছের দাম অনেক বেশি। অনলাইনে দেখানো দামের সঙ্গে কোনো মিল নাই।