স্টাফ রিপোর্টার : চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর বিদায় সংবর্ধনা গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এসময় মহোদয়কে বিদায়ী ক্রেষ্ট তুলে দেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন ।
গত (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগ অভ্যন্তরীন নিয়োগ শাখার উপ-সচিব মুহাম্মাদ ইব্রাহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সিনিয়র সহকারি সচিব পদে বদলী করা হয়।
জানা গেছে, চাঁদপুরের সফল বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ বিসিএস ৩১ব্যাচের কর্মকর্তা। তিনি গত ২০জুলাই ২০২২সালে চাঁদপুরে যোগদান করেন।