বাগাদী ইউনিয়নের সরকারি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল !

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের বাগাদী নানুপুর চৌরাস্তা মোড় থেকে ডালিরঘাট পর্যন্ত ডাকাতিয়া নদীর মাছ চাষের ঝিলগুলো সহ সরকারি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করছেন স্থানীয় যুবদল নেতারা ।

ঘটনাস্থলে গিয়ে জানা যায় উক্ত ব্যক্তিরা আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার দিন থেকে চৌরাস্তা বাজারে জোরপূর্বক বিভিন্ন দোকানদারের দোকান বন্ধ করে দেয় ।

পরে চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র নেতাদের শরণাপন্ন হলে তাদেরকে ফোন করে দোকান খুলে দিতে বলেন। পরে দোকান খুলে দেওয়া হয়। এ ব্যাপারে দোকানদার হেলাল পাটোয়ারী সেনাবাহিনীর ক্যাম্পের বরাবরে লিখিত অভিযোগও করেছেন ।

অন্যদিকে শফিক কবিরাজ নামে নানুপুর এলাকায় একটি ঝিল সরকারি ভাবে লিজ নিয়ে পরিচালনা করে আসছে হঠাৎ, সরকার পতনের পর তার লক্ষ লক্ষ টাকার মাছ সহ মাছের চাষের ঝিল দখল করে নেয় এবং শফিক কবিরাজকে বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে যায় এবং নানুপুর হাই স্কুলের সামনে বাবুর দোকানে নিয়ে তাকে মারধর করে স্ট্যাম্পের সই নিয়ে তার কাছ থেকে কিছু টাকা জোর করে নেয় বলে তিনি জানান ।

এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

সম্পর্কিত খবর