মহসিন হোসাইন: চাঁদপুরে ট্রাফিক অভিযানে ১দিনে রেজিস্ট্রেশন বিহীন,অবৈধ, অনবায়নযোগ্য ও লক্করঝক্কর ২৫টি গাড়ি জব্দ করা হয়েছে।
গতকাল ২৮সেপ্টেম্বর (শনিবার) চাঁদপুর সদর সার্কেল এসপি ইয়াসির আরাফাত এর নেতৃত্বে সদর মডেল থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই ) আল নাহিয়ান ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই )ফিরোজ আলম এর সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ রেজিস্ট্রেশন বিহীন ও লক্করঝক্কর গাড়িগুলো জব্দ করা হয়েছে।
এসময় সদর সার্কেল এসপি ইয়াসির আরাফাতের উপস্থিতিতে গাড়িগুলোর কাগজপত্র চেক পূর্বক তাদেরকে মামলা দেওয়া হয়েছে। এসময় কয়েকজন ড্রাইভারকে জিজ্ঞেস করলে তারা কেউ কেউ বলেন, আমি গত ১মাস পূর্বে সৌদি থেকে এসেছি।
আমার লাইসেন্স করা হয়নি এখনো। আমি সৌদি থেকে মাইর (লস)খেয়ে এসেছি। তাই আমার পক্ষে এখন আর কাগজপত্র করার মতো সামর্থ্য নেই। এই জন্য গাড়িটি নিয়ে বের হয়েছি। কিছু টাকা হলেই লাইসেন্স এর জন্য আবেদন করবো ভাবছি।
এদিকে চাঁদপুরে যানজট সমস্যা সমাধানের বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নাহিয়ান এর সাথে কথা বললে তিনি বলেন, আমরা আমাদের অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।