চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক দখলদারদের উচ্ছেদে অভিযান

মহসিন হোসাইন: চাঁদপুর সদর উপজেলা গাছতলা চৌরাস্তায় চাঁদপুর-ফরিদগঞ্জ মেইন রোড়ের পাশে পাউবো’র ৫৪শতক জায়গা স্থানীয় কয়েকজন মিলে গত কয়েকদিনে রাতের অন্ধকারে ড্রেজার দ্বারা ভরাট করে অবৈধভাবে দখল করে নিচ্ছেন।

এই খবর শোনার পর,গত ১৯সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় কিছু লোকজন দৈনিক চাঁদপুর খবর’কে জানানোর পর গতকাল ২৮সেপ্টেম্বর (শনিবার) দৈনিক চাঁদপুর খবরে প্রকাশিত চাঁদপুর সদর উপজেলা গাছতলা চৌরাস্তায় পাউবো’র ৫৪শতক জায়গা রাতের অন্ধকারে ড্রেজার দ্বারা ভরাট করে অবৈধভাবে দখলের চেষ্টা ।

এই নিউজের পর পরই অবৈধ দখলদাররা তাৎক্ষণিক সংবাদ পেয়ে তাদের ড্রেজারের পাইপ সরিয়ে নিয়েছে বলে সত্যতা পাওয়া গেছে।

পরে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের স্থায়ী উচ্ছেদের জন্য একটি চিঠি দিয়েছে তাদেরকে। এছাড়াও গতকাল বিকেলে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী – মোঃ সালাউদ্দিন ও সদর উপজেলার শাখা কর্মকর্তা – (এসও) মোঃ ফাহিম সিহাব ইভানসহ চাঁদপুর সদর মডেল থানার এসআই – জুলফিকার আলম ও তার সঙ্গীয় ফোর্সসহ একটি টিম নিয়ে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের তালুকদার বাড়ির শাহ আলম, পিতা- আব্দুল কাদের তালুকদার, আলমগীর ,পিতা ছিদ্দিকুর রহমান, হাসান,পিতা আবুল হোসেন ,সাং- বাগাদী,পো: বাঘড়া বাজার, উপজেলা চাঁদপুর সদর,জেলা চাঁদপুর। একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় অবৈধ দখলদারদের স্থায়ীভাবে কাজ বন্ধের জন্য নির্দেশনা দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ থেকে। আরো বলা হয়, যদি আইন অমান্য করে পরবর্তীতে কেউ পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের চেষ্টা করে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

সম্পর্কিত খবর