মহসিন হোসাইন: চাঁদপুর জেলা জজকোর্ট প্রাঙ্গণে হালকা বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। তবে পানি নিষ্কাশনের জন্য নেই প্রয়োজনীয় কোনো ব্যাবস্থা। জায়গাটি ১২মাস এমন অবস্থায় থাকার কারণে যেমনটা স্যাঁতস্যাঁতে ও মশার উপদ্রব, তেমনি দীর্ঘদিনের ভোগান্তিসহ বর্তমানে একটি নোংরা পরিবেশ তৈরি হয়েছে।
এ যেন দেখার কেউ নেই। কতোজনই তো আসে আর যায়। কিন্তু কেউ ই পরিবেশের প্রতি হাত না বাড়ায়। চাইলেই দৃষ্টি আকর্ষণ বাড়িয়ে সুন্দর পরিপাটি করতে পারে কোর্ট প্রাঙ্গণ এরিয়া।
কোর্টে হাজিরা দিতে আসা ভুক্তভোগী কয়েকজন জানান, এগুলো চাইলেই কতৃপক্ষ সুন্দর করতে পারেন। কিন্তু কেউ খবর রাখেন না। কোর্ট প্রাঙ্গণে জলাবদ্ধতায় যেমন স্যাঁতস্যাঁতে অবস্থা থাকে, এতে দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ ও আইনজীবীরাও অস্বস্তি বোধ করেন।
কব্জি সমান পানি সব সময় থাকে এখানে। এই পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ পরিবেশ সুন্দর করার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার জন্য চাঁদপুর জজকোর্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।