মামুন হোসাইনঃ বাংলাদেশ জামায়াত ইসলাম ফরিদগঞ্জ উপজেলা শাখার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াত ইসলামি কর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭ ঘটিকায় ইউনিয়নের কড়ৈতলী কে এ সিনিয়র আলিম মাদ্রাসার হল রুমে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মাওলানা নুরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাহিদুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম, চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি হারুন অর রশিদ, জামায়াত ইসলামী ফরিদগঞ্জ শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবুল হোসাইন, সাবেক উপজেলার আমীর মাওলানা ইউনুস হেলাল,
ফরিদগঞ্জ পৌরসভার আমীর মাওলানা মিজানুর রহমান,সাবেক আমীর মাওলানা আবু তাহের তালুকদার, মাওলানা শাহ মহিবুল্লাহ, সহ সেক্রেটারি মোঃ শাখাওয়াত হোসেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী,শ্রমিক কল্যান ফেডারেশন, ওলামা বিভাগসহ, ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কর্মিবৃন্দ।