ইব্রাহিমপুরে যুবদল নেতা বাদশা মিয়ার বসতবাড়িতে আগুন : থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংগপুর গ্রামে ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বাদশা মিয়ার বসত ঘরে আগুন লাগিয়েছে প্রতিপক্ষরা। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে।

এই ঘটনায় যুবদল নেতা বাদশা মিয়া চাঁদপুর মডেল থানায় অভিযুক্ত শাহাদাত মিজি,সাদ্দাম মিজি ,মোস্তফা মিজি, ইয়াসিন মিজি সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

গত সোমবার পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। আগুনের অগ্নি নিলায় বাদশা মিয়ার বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

ক্ষতিগ্রস্ত বাদসা মিয়া জানান, আসামীগণ আওয়ামী সন্ত্রাসী, পূর্বের মত সন্ত্রাসী কার্যকলাপ যথাক্রমে চাঁদাবাজী, ভূমি দস্যুতা, দাঙ্গা হাঙ্গামা, মাদক সেবন ও

বিক্রি করাই তাদের একমাত্র নেশা ও পেশা। আসামীদের ভয়ে তাহাদের বিরুদ্ধে মুখ খুলে সাহস করে কেউ কোন কথা বলে না।

আমি ও অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা । আমি একজন স্থানীয় বাজারের পাইকারী মুদি ব্যবসায়ী।
আমার বসত বাড়ীর পশ্চিম উত্তর পার্শ্বে রাস্তা সংলগ্নে ঘর আছে। সেই ঘরে আমার থাকার খাট, লেপ, তোষক, চেয়ার, টেবিল ইত্যাদি ছিল।

ঘটনার দিন, তারিখ, সময় ও স্থানে আসামীগন ও অজ্ঞাতনামা আসামীগন বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া দা, লোহার রড, হকিস্টিক, কন্টিনার ভর্তি কেরোসিন, পেট্রোল, ম্যাচবাতি ইত্যাদি নিয়া জয় বাংলা স্লোগান দিয়া ঘটনার স্থানে আসিয়া ঘটনার স্থানে থাকা আমার ঘরটি তাহাদের হাতে থাকা অস্ত্র-সন্ত্র দিয়া এলোপাতাড়ী পিটাইয়া ভাংচুর করিয়া পরবর্তীতে উপযুক্ত শাহাদাত ও সাদ্দাম তাহাদের হাতে থাকা কেরোসিনের কন্টিনার হইতে কেরোসিন তৈল নিয়া বৈঠক ঘরের চারিদিকে কেরোসিন তৈল ছিটাইয়া দেয়, ৩/৪নং আসামী তাহাদের হাতে থাকা ম্যাচবাতি হইতে দিয়াশলাইর কাঠি দিয়া বর্ণিত ঘটনার স্থানের বৈঠক ঘরে আগুন ধরাইয়া দেয়। আগুনের লিলাশিখায় ঘটনার স্থানে থাকা আমার বৈঠক ঘরটি সম্পূর্ণ ভাবে পুড়িয়া যায়।

এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ক্ষতিগ্রস্ত বাদশা মিয়া।

সম্পর্কিত খবর