চাঁদপুর খবর রিপোর্ট : দেশের ৩২৩ পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করে (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
এতে চাঁদপুর জেলার সকল উপজেলার পৌরসভার কাউন্সিলররা অপসারণ হয়ে গেছে। তবে পৌরসভার কার্যক্রম পরিচালনা করতে পৌর প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
সরকার পতনের পর দেশের সব পৌরসভায় নির্বাচিত মেয়রদের অপসারণের ছয় সপ্তাহের মাথায় এবার সরিয়ে দেওয়া হল কাউন্সিলরদেরও। চাঁদপুর পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর ২০২৩খ্রি.। নির্বাচনের ফলাফল সরকারি গেজেট প্রকাশিত হয় গত ১৫ অক্টোবর ২০২৩।
(২৪ অক্টোবর) ২০২৩ চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ বাক্য পাঠ করে দায়িত্ব গ্রহণ করেন নির্বাচিত মেয়র ও কাউন্সেলররা। গত ১৯ আগস্ট ২০২৪ দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ হওয়ায়। সে প্রজ্ঞাপনে আওয়ামী লীগ সমর্থিত চাঁদপুর পৌর মেয়র পদে অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল অপসারণ হয়।
(২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুটি প্রজ্ঞাপনে চাঁদপুরের পৌর কাউন্সিলর ১নং ওয়ার্ডে মোহাম্মদ আলী মাঝি, ২নং ওয়ার্ডে মো. মালেক শেখ, ৩নং ওয়ার্ডে মো. আ. লতিফ গাজী, ৪নং ওয়ার্ডে মামুনুর রহমান দোলন, ৫নং ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম ভূইয়া, ৬নং ওয়ার্ডে মো. সোহেল রানা, ৭নং ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডে অ্যাড. মো. হেলাল হোসাইন, ৯নং ওয়ার্ডে চান মিয়া মাঝি, ১০নং ওয়ার্ডে মো. ইউনুছ শোয়েব, ১১নং ওয়ার্ডে মো. ইকবাল হোসেন পাটোয়ারী, ১২নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান দর্জি, ১৩নং ওয়ার্ডে মো. আলমগীর গাজী, ১৪নং ওয়ার্ডে মো. খায়রুল ইসলাম নয়ন, ১৫নং ওয়ার্ডে অ্যাড. কবির হোসেন চৌধুরী।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২,৩নং ওয়ার্ডে ফেরদৌসী আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ডে খালেদা রহমান, ৭,৮,৯ নং ওয়ার্ডে মিসেস ফরিদা ইলিয়াস, ১০,১১,১২ নং ওয়ার্ডে আয়েশা রহমান, ১৩,১৪,১৫নং ওয়ার্ডে মোসাম্মৎ শাহিনা বেগমকে অপসারণ করা হয়।