চাঁদপুরে হোসনে আরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা সদরের বিষ্ণুদি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা হোসনে আরা জেলার শ্রেষ্ঠ প্রধানশিক্ষিকা নির্বাচিত হন। প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে প্রাথমিক শিক্ষা বিভাগের নির্ধারিত নীতিমালা অনুসরণে তিনি জেলার শ্রেষ্ঠ প্রধানশিক্ষিকা নির্বাচিত হন।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে ২৬ সেপ্টেম্বর এ তথ্য জানা গেছে। প্রধানশিক্ষিকা হোসনে আরা বেগম ১৫ অক্টোবর ১৯৭০ সালে চাঁদপুর সদরের বাগড়া বাজার এলাকায় এক সম্ভ্রান্ত মুসলীম পরিবারে জন্মগ্রহণ করেন্। তাঁর পিতার নাম আবদুল গনি পাটওয়ারী এবং মাতার নাম আয়শা বেগম। ছোট বেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। তিনি ১৯৮৬ সালে এস এসসি,১৯৮৮ সালে এইচএসসি এবং ১৯৯০ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তিনি সর্ব প্রথম ১৯৯০ সালে চাঁদপুর সদরের মনোহরখাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষিকা হিসেবে মহান শিক্ষকতা পেশায় যোগদান করেন্। ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সিটিটিউট থেকে ডিপ-্ইন-এড এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এম এড ডিগ্রি নেন। সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন কালে প্রাথমিক শিক্ষা বিভাগীয় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক হিসেবে পরিচিত হয়ে উঠেন।

ফলে ২০০৩ সালে তিনি প্রধান শিক্ষিকা হিসেবে চাঁদপুর সদরের দাসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে তিনি জেলা সদরের বিষ্ণুদি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১০ সালে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যে তিনি চাঁদপুর সনাকের বেগম রোকেয়া সম্মাননা সনদ প্রাপ্ত হন। চাঁদপুরের সুপরিচিত সাংবাদিক নেয়ামত হোসেনের সাথে তিনি পরিণয়সূত্রে আবদ্ধ হন। তিনি দু’ছেলের সৌভাগ্যশীল জননী ।

সম্পর্কিত খবর