স্টাফ রির্পোটার: মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাখা ইউনিটের উদ্যোগে কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে।
গতকাল ২৬ সেপ্টেম্বর বিকেল ৩ টায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার আমীর মাও. মো. নজরুল ইসলাম জিহাদীর সভাপ্রধানে এবং জামায়াত নেতা মাওলানা মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমীর অধ্যক্ষ মাও. মো. আব্দুর রহিম পাটোয়ারী।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান রবের সন্তুষ্টির জন্য সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে চলেছে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত একটি কল্যাণমুখী রাজনৈতিক দল। বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের দল। যার একমাত্র লক্ষ্য কুরআন সুন্নাহর আলোকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বাসযোগ্য নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে রক্তক্ষয়ী সংগ্রাম করে দেশকে মুক্ত করেছে। এখন সকলকে সাথে নিয়ে প্রিয় বাংলাদেশকে বিশ্ব দরবারে ইনসাফের মডেল হিসেবে দাঁড় করাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করলে বাংলাদেশ হবে বিশ্ব দরবারে ইনসাফের মডেল।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হাফেজ মাওলানা মোঃ হোসেন সহ সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা, মো. আব্দুর রশিদ পাটোয়ারী, আমীর মতলব দক্ষিণ উপজেলা, মাও মো. ওমর ফারুক সেক্রেটারী মতলব দক্ষিণ উপজেলা,
প্রফেসর মোঃ ওয়ালী উল্লাহ – আমীর ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন, জামায়াত নেতা মাষ্টার মোঃ মনির হোসেন সভাপতি নায়ের, আবু সাঈদ বৈদ্য, ডি, এম. নাজমুল হক মজিব, কাজী মো. ফয়সাল, বেনজির আহম্মেদ (সুজন), মোঃ রাজু আহমেদ সভাপতি মতলব দক্ষিণ উপজেলা ছাত্রশিবির।