চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের মতলব উত্তরে দুর্গাপূজা মণ্ডপের প্রাক প্রস্তুতি পরিদর্শন করা হয়েছে। ২৫সেপ্টেম্বর মতলব উত্তরে দুর্গাপূজা মণ্ডপের প্রাক প্রস্তুতি পরিদর্শন করেন চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
পরিদর্শনকালে সঙ্গে ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল আলম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ছানোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।
এ সময় পুলিশ সুপার পূজামণ্ডপের নিরাপত্তা বিষয়সহ বিভিন্ন খোঁজখবর নেন।