প্রকাশিত সংবাদে নুরু ভূঁইয়ার তীব্র প্রতিবাদ

গতকাল ২৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিঃ তারিখে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার শেষপৃষ্ঠায় ‘লক্ষ্মীপুরে চাঁদার দাবিতে দোকানে তালা দেওয়ার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু ভূঁইয়া।

প্রতিবাদে তিনি বলেছেন, ‘আমাকে জড়িয়ে দৈনিক চাঁদপুর খবরসহ স্থানীয় কয়েকটি পত্রিকায় বিভ্রান্তমূলক তথ্য উপস্থাপন ও সংবাদ প্রচার করা হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও চক্রান্তমূলক। ভাঙ্গারির দোকানে সাত লক্ষ টাকা চাঁদার দাবিতে তালা দেয়ার কোন ঘটনাই ঘটেনি।

বহরিয়া বাজারে ভাঙ্গারি দোকানের দুই হকার খলিল ও আলমগীর শেখের মধ্যে ঝগড়া সংক্রান্ত ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করে দলের ও রাজনৈতিক এবং সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে সন্দেহ করে এই ঘটনা সাজানো হয়েছে। আলমগীর নিজেও বিএনপির একজন সমর্থক।

তিনি আরো বলেন,৫ আগস্ট ছাত্র – জনতার বিপ্লবের পর আমরা আমাদের ইউনিয়নকে শান্ত রাখার জন্য আমাদের দলের নেতাকর্মিবৃন্দ কাজ করে।

আমাদের দলের এবং স্থানীয় আওয়ামীলীগ ষড়যন্ত্রকারীদের যোগসাজশে এমন ঘটনা রটিয়ে এবং সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এই সংবাদ প্রকাশ করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

নিবেদক,
নুরুল ইসলাম নুরু ভূঁইয়া
সভাপতি
১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির
চাঁদপুর সদর ।
(বিজ্বাপন )

সম্পর্কিত খবর