গোলাম সারওয়ার সেলিম : মতলব দক্ষিণে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নসহ বেতন বৈষম্য নিরসনের দাবীতে উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন করেছে সহকারি শিক্ষকবৃন্দ।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ১০ম গ্রেড বাস্তবায়নে মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার হাতে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা, জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক নুরুননাহার বকুল, মতলব মডেল সপ্রাবির সিনিয়র শিক্ষক সামছুন নাহার লাকি, শিক্ষক সংগঠক হাসান মামুন, সহকারি শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম ছিদ্দিকী, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান,
সাংগঠনিক সম্পাদক শাহজাহান, সহকারী শিক্ষক মিজানুর রহমান, শুক্কুর আলী, মতিউর রহমান, সফিকুর রহমান, আবু তাহের, উত্তম দে, হেলাল উদ্দিন, আনিছুর রহমান, দেলোয়ার হোসেন, জয়ন্তী ভৌমিক, কামরুন নাহার, শারমিন আক্তার, হাছিনা আক্তার, জানিবুল হক, সরফুদ্দিন মৃধা, আইয়ুব খান, কাউছার উল্লাহ, মোঃ হানিফ, ফাহমিদা, রবিউল আলম, ওসমান গনিসহ প্রমুখ।