স্টাফ রিপোর্টার : গতকাল বৃহস্পতিবার চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রাকিবের কার্যালয়ে খেলাফত মজলিসের জেলা সভাপতি তোফায়েল আহমদ ও সাধারন সম্পাদক মাও আবুল কালাম আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোরগ্যাং এর হুমকি, কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা এবং যানজট সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং বলেন, কিশোরগ্যাং নির্মূলের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পরিবারকেন্দ্রিক তদারকি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের অংশগ্রহণে পুলিশি কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব। যানজট সমস্যা নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি জোর দেন।
খেলাফত মজলিসের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং কিশোরগ্যাং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এছাড়া, কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন এবং যানজট সমস্যা নিরসনে ট্রাফিক আইন মেনে চলার প্রতি জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেন।
সভায় খেলাফত মজলিসের প্রতিনিধিদের মধ্যে জেলা সহ সভাপতি মাও হাবিবুর রহমান, মাও ইবরাহীম, সহ সাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, মাও কবির আহমদ,সাংগঠনিক সম্পাদক মাও কবির হোসাইন, শহর শাখার সভাপতি মাও সুলতান আহমেদ, সেক্রেটারি মাও রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল হামেদ,যুব মজলিসের জেলা সভাপতি মাও মিজানুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি সাইফুদ্দিন আহমেদ, শহর সভাপতি আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন এবং তারা পুলিশের সহযোগিতায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে অপরাধ প্রতিরোধ করা সম্ভব। এ লক্ষ্যে নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
কিশোরগ্যাং দমনের ক্ষেত্রে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার পরিকল্পনার কথা জানান পুলিশ সুপার। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদেরকেও সম্পৃক্ত করার কথা উল্লেখ করেন তিনি।
খেলাফত মজলিসের নেতৃবৃন্দ যানজট সমস্যার ওপর বিশেষ জোর দেন এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করার জন্য পুলিশের প্রচেষ্টাকে সাধুবাদ জানান।
পুলিশ সুপারও এ সকল সুপারিশকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং আগামী দিনে খেলাফত মজলিসের সাথে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। মতবিনিময় শেষে উভয় পক্ষই জেলা পর্যায়ে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।