হাজীগঞ্জের সাংবাদিকদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময়

মো. হোসেন বেপারী : হাজীগঞ্জে কর্মরত বিভিন্ন দৈনিক জাতীয়, স্থানীয় প্রিন্ট পত্রিকা ও অনলাইন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজীগঞ্জ উপজেলা শাখার আমির মো. কলিম উল্ল্যাহ ভূঁইয়া।

ওই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, রাতকে দিন, দিককে রাত এটা করা একবারে ইজি। এটা আমরা অতীতে দেখেছি।

কিন্তু আপনাদের মাধ্যমে যে একটি সুন্দর স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। এখন আপনাদের মাধ্যমে আমরা চাই আগামী দিন গুলো যাতে বাংলাদেশটা সুন্দর ভাবে পরিচালিত হয়। সহযোগ্য ভালো লোকদের হাতে যেনো নেতৃত্ব আসে। এবং ভালো লোক গুলো যেনো সমাজে ভালো হিসেবে প্রতিষ্ঠিত থাকতে পারে। মন্দ লোক গুলোকে ভালো বলে, ভালো লোক গুলোকে মন্দ বলে এ সংস্কৃতি আপনাদের মাধ্যমে যেনো না হয়। সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে প্রকাশ করবেন এটাই প্রত্যাশা।

সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে-ইসলামীর হাজীগঞ্জ পৌরসভা শাখার আমির মাওলানা আবুল হাসানাত পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির মোজাম্মেল হোসেন মজুমদার পরান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন হীরা, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, ধর্ম বিষয়ক সম্পাদক মনজুর আলম পাটওয়ারী, কার্যকরী সদস্য খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, এনায়েত মজুমদার প্রমুখ।

মতবিনিময়ের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, জামায়াতে ইসলামীর যুব নেতা মাওলানা সাখাওয়াত হোসেন।

এ সময় জামায়াতে ইসলামীর পৌরসভা শাখার নায়েবে আমীর হাফেজ মাও. মো. কবির হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, পৌর সহকারী সেক্রেটারী মো. আবু তাহের, পৌর ছাত্র শিবিরের সভাপতি মো. আরিফ শেখ, সাংবাদিক মোনাব্বের হোসেন ও মো. শরীফ হোসেন, সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ,

সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, প্রচার সম্পাদক মো. আলমগীর কবির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যকরী সদস্য মো. সাইফুল ইসলাম, মেহেদী হাসান সর্দার, সদস্য হাবিবুর রহমান, কাজী হারুন অর রশিদ, শাখাওয়াত হোসেন শামীমসহ অন্যান্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর