স্টাফ রিপোর্টার : মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে অবৈধভাবে মিনি ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন করছে অসাধু বালু ব্যাবসায়ী মো. পারভেজ। দীর্ঘদিন যাবৎ উপজেলার উত্তর লুধুয়া (নজর মোহাম্মদ কান্দি) গ্রামের মতলব-ছেংগারচর হাইওয়ে রাস্তার পূর্ব পাশে মিনি ড্রেজারের দিয়ে ফসলী জমি থেকে মাটি কাটা অব্যাহত রয়েছে।
জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে লুধুয়া এলাকার ঝুঁকিপূর্ণ কিছু স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো অসাধু ব্যবসায়ী ও ড্রেজারের মালিক মো. পারভেজ। সে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মিনি ড্রেজিং দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে চলছে, প্রতি বছর বর্ষার মৌসুমে উল্লেখিত ব্যাক্তিরা মিনি ড্রেজিং ব্যবসা করে চলছে। মিনি ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করার জন্য এলাকাবাসী দাবি করেছে।
এ বিষয়ে ড্রেজার মো. পারভেজ জানান, আমার নিয়ম মেনেই জমিতে ড্রেজিং করে বালু উত্তোলন করতেছি।
মতলব উত্তর সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।