শাহমাহমুদপুরে ভিডব্লিওবি কার্ডের চাল পেলো ১১০ জন অসহায় নারী

মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে দুস্থ ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ২০২৩-২০২৪ দুই বছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিওবি) এর চাল বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার (২৬ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদে ইউনিয়নের নিবন্ধিত একশ ১০ জন অসহায় দুস্থদের মাঝে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসের মোট ৬০কেজি করে এই চাল বিতরণ করা হয়। চাল বিতরণে কোন অনিয়ম যেনো না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখেন এবং বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন ইউনিয়ন বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ।

ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আবুল হোসেনের তত্ত্বাবধানে চাল বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল মিজি, সহ-সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, যুব বিষয়ক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী,

ইউপি’র প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন, ইউপি সদস্য নাজির হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী, ইউপি সদস্য বিল্লাল খান, সোহেল হোসেন সোহাগ পাটওয়ারী, হাবিবুর রহমান হাজী, ইব্রাহিম তালুকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মুক্তা বেগম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার,

সহ-সভাপতি জহির বেপারী, শরীফ বৈধ্য, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, সাংগঠনিক সম্পাদক মজিব ক্বারী, উপজেলা যুবদলের সদস্য শওকত ক্বারী,ইউনিয়ন যুবদল নেতা আলমগীর গাজী, সুজন হাজী, জাফর গাজী, জুলাস গাজী, অলিউল্লা গাজী, ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক শাহাদাত গাজী, সদস্য সচিব সাহাবুদ্দিন মল্লিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর