মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচীর অধীন ১৫টাকা কেজি দরে ৩০কেজি করে চাউল হত-দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
গতকাল ২৬সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২টায় মৈশাদী ইউনিয়নের নিবন্ধিত ডিলার আ: রাজ্জাক গাজীর শাহতলী বাজারস্থ রাজ্জাক ষ্টোর থেকে সুবিধাভোগীদের মাঝে চাউল বিতরণ করেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য (চাঁদপুর সদর) ও চাঁদপুর সদর থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি ও কুমিল্লা বিভাগীয় কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো: এনায়েত উল্ল্যাহ খোকন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য খান আব্দুস সাত্তার মাষ্টার, মৈশাদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সফিকুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার,
সদস্য মো: মফিজুর রহমান খান মুকুল, ৬নং মৈশাদী ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল মৃধা কালু, সাধারণ সম্পাদক মো: মাহবুব খাঁন বাবলু, সাংগঠনিক সম্পাদক গনেশ নন্দী, ডিলার আ: রাজ্জাক গাজী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল বেপারী সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বাজার ব্যবসায়ীগণ।