লক্ষ্মীপুরে চাঁদার দাবিতে দোকানে তালা দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন চাঁদা না পেয়ে ভাঙ্গারির দোকানে তালা দেয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগের তীর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূইয়ার ইউনিয়নে ।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে একের পর এক দোকানে তালা দিয়ে চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে। বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সামনে আলমগীর শেখ এর ভাঙ্গারির দোকানের শাটারের তালা মেরে সাত লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়।

ভুক্তভোগী আলমগীর শেখ জানান, সরকার পতনের পর ইউনিয়ন বিএনপি’র কতিপয় নেতা এলাকায় অনেক রাম রাজত্ব কায়েম করেছে। তিনি বহরিয়া বাজারে এককভাবে ভাঙারীর ব্যবসা করার জন্য অন্য ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দেয়। ব্যবসা করতে হলে তাকে ৭ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। এই ঘটনায় চাঁদাবাজ চক্রের হোতা নুরু ভূঁইয়াসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূইয়ার তার মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সম্পর্কিত খবর