স্টাফ রিপোর্টার : দেশের ক্রীড়াঙ্গণের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের আংশিক কমিটি গঠন হয়েছে। গতকাল বুধবার ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলের মতামতের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে সভাপতি ও চাঁদপুরের কৃতি সন্তান গুয়াখোলা ক্রীড়া চক্রের সভাপতি মো. মাহবুবুর রহমান শাহীনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে এবং সাইদুর রহমান মিন্টুর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সহ-সভাপতি সারফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সেলিম, কামাল হোসেন, মাহবুবুর রহমান শাহীন, মোশাররফ হোসেন, খোকনসহ ক্লাবের কর্মকর্তারা।
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের আংশিক কমিটি সভাপতি ও চাঁদপুরের কৃতি সন্তান মো. মাহবুবুর রহমান শাহীনকে সাধারণ সম্পাদক করায় চাঁদপুর গুয়াখোলা ক্রীড়া চক্রসহ বিভিন্ন ক্লাবের কর্মকতা ও নেতৃবৃন্দ তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দ জানান।
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের নবগঠিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন বলেন, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব দেশের ক্রীড়াঙ্গণের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন। আমাদের উপর যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছে তা যথাযথ পালন করবো। এছাড়াও ক্লাবের সকলকে নিয়ে ক্লাবের উন্নয়ন ও সামনের দিকে নিয়ে যাবো।