বিআইডব্লিউটিএ চাঁদপুর শাখার সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও কর্মচারীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ শিরোনামে গত ১৮ সেপ্টেম্বর২০২৪ ইং তারিখে দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর নৌসওপ অফিস সহকারী আনোয়ার হোসেন।
তিনি এক প্রতিবাদ লিপিতে দাবী করেন ৩২ বছর চাকুরি করছেন চাঁদপুরে এই কথাটি আদৌ সত্য নয়। তিনি এর পূর্বে কয়েকবার বদলি হয়েছেন এখন বর্তমানে চাঁদপুরে চাকুরি করছেন। ঠিকাদার বা কোন অফিস স্টাফদের সাথে লেনদেন করে টাকা হাতিয়ে নেয়ার প্রশ্নই উঠে না। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ নিরিবিলি চাকরি করতে চান।
কর্তৃপক্ষ যেখানে চাইবে সেখানেই চাকরি করবে। বদলি ঠেকানোর প্রশ্নই আসে না। অনৈতিক সুবিধা ও ব্যাক্তি স্বার্থ হাসিল করতে না পারায় তার বিরুদ্ধে একটি অসাধু চক্র উঠে পড়ে লেগেছে। সেই সাথে যুগ্ম পরিচালক মোঃ আব্দুল্লাহ আল বাকি মহোদয়ের সাথে আমাকে জড়িয়ে যে কথাটি লিখা হয়েছে তাও কুরুচিপূর্ণ এবং মানহানিকর। তাই প্রকাশিত উক্ত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাই ।
নিবেদক,
মোঃ আনোয়ার হোসেন
অফিস সহকারী (নৌসওপ) বিভাগ
বিআইডব্লিউটিএ, চাঁদপুর।
(বিজ্বাপন)