চাঁদপুর খবর রিপোর্ট :চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় জেলা পরিষদের মার্কেট ভবনে সম্প্রতি ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ৩ সদস্য কমিটি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক : হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সদস্য জেলা পরিষদ সদস্য,সদস্য সচিব সহকারী প্রকীেশলী জেলা পরিষদ চাঁদপুর।
এ বিষয়ে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মনোয়ার হোসেন দৈনিক চাঁদপুর খবরকে জানান , হাজীগঞ্জে জেলা পরিষদের নির্মিত মার্কেট ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় উপজেলা নিবাহী অফিসারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলা করাও প্রক্রিয়া চলছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।