হাজীগঞ্জে সড়ক নির্মাণে অনুমতি ছাড়াই পারিবারিক কবরস্থান ভাঙ্গার অভিযোগ !

মো. হোসেন বেপারী : হাজীগঞ্জে বাড়ির সড়ক নির্মাণ করতে গিয়ে পাশ্বে থাকা পারিবারিক কবরস্থান অনুমতি ছাড়াই ভেঙ্গে পেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বলাখাল বকাউল বাড়ির এ্যাডভোকেট এম এ সেলিম মাহমুদ (মো. আলী) এ অভিযোগ করেন।

ভুক্তভোগী এ্যাডভোকেট এম এ সেলিম মাহমুদ (মো. আলী) জানান, তিন বছর আগে এই পারিবারিক কবরস্থানটির চারপাশে দেওয়াল নির্মাণ করা হয়। এতোদিন কারো চলাচলে সমস্যা হয়নি। এখন এসে নতুন করে তালবাহানা শুরু করেছে এলাকার কয়েকজন। এখন যদি চলাচলের রাস্তা নির্মাণ করতে কবরস্থানের দেওয়াল ভাঙ্গতে হয় তাহলেতো নোটিশ বা জানানো উচিত ছিলো। স্থানীয় আতিক হোসেন, আল-আমিন বকাউল, সুমন বকাউল, ফরহাদ হোসেন ও ইসমাইল বকাউল এ কবরস্থানের দেওয়াল ভাঙ্গেন বলে অভিযোগ করেন তিনি।

জানতে চাইলে অভিযুক্ত ইসমাইল বকাউল জানান, বাড়ির রাস্তা নির্মাণ করতে গিয়ে দেখেন কবরস্থানের দেওয়াল রাস্তার উপরে। তাছাড়া এ দেওয়াল নির্মাণ করার সময় বাঁধা দেওয়া হয়েছে এ্যাডভোকেট এম এ সেলিম মাহমুদ (মো. আলী)কে। এখন রাস্তা করতে হলে এটা ভাঙ্গতে হবে তাই এলাকার সবাই মিলে ভেঙ্গে ফেলেছেন।

রাস্তার কাজ নেওয়া ঠিকাদার সেলিম বেপারী জানান, কবরস্থানের দেওয়ালের কিছু অংশ রাস্তায় পড়েছে। তবে এই দেওয়াল ভাঙ্গার জন্য কাউকে বলিনি এবং কে ভেঙ্গেছে তা জানি না।

সম্পর্কিত খবর