কচুয়া প্রতিনিধি: কচুয়া উত্তর ইউনিয়নের ধলি কচুয়ায় সম্পত্তিগত বিরোধের জের ধরে তাছলিমা(২৮) নামে এক গৃহবধু আহত হয়েছে। সোমবার দুপুরে ধলি কচুয়া তালুকদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
তালুকদার বাড়ির শাহাদাতোর সাথে একই বাড়ির সম্পর্কীয় চাচা শহীদের (৫০) সাথে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ঘটনার জের ধরে সোমবার শাহাদাতের স্ত্রী অন্তসত্তা তাছলিমাকে বাড়িতে একা পেয়ে তার চাচা শহীদ ও তার দুই ছেলে বেধরক মারধর করে।
তাছলিমার ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে শহীদ তার ছেলেদের নিয়ে সরে যায়। শাহাদাত বাড়িতে এসে গুরুতর আহত তাছলিমাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তাছলিমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শাহাদাতের পক্ষ থেকে কচুয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।