শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের শাহরাস্তিতে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি আবদুল হান্নান ভূইয়া, মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষকগণ।

মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপিটি শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়াসির আরাফাত এর হাতে তুলে দেন শিক্ষক নেতারা।

স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো-বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ এবং শিক্ষা সংস্কার কমিটি গঠন করা।

সম্পর্কিত খবর