চাঁদপুরে যানজট নিরসনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ৪৯ দিন পর ট্রাফিকের কার্যক্রম নতুনভাবে শুরু হলো। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসিন আরাফাতের নেতৃত্বে ট্রাফিক পুলিশ চাঁদপুর বাবুরহাট ওয়ারলেস, বাস স্ট্যান্ড ও পাল বাজার মোড়ে অবস্থান করে অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়।

দীর্ঘদিন ট্রাফিকের কার্যক্রম বন্ধ থাকার কারণে অবৈধ যানবাহন চলাচল ও রাস্তায় এলোমেলোভাবে গাড়ি পার্কিং করে যাত্রী উঠানামা করার কারণে যানজটের মাত্রা বেড়েই গেছে।

অবশেষে ট্রাফিক পুলিশের কার্যক্রম কঠোরভাবে পরিচালনা করার কারণে এক নিমিষেই চাঁদপুর শহর যানজট মুক্ত হলো।

ট্রাফিক পুলিশের অভিযানে বেশ কিছু অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আটক করা হয়েছে সিএনজি ও মোটরসাইকেল।
এ সময় ট্রাফিক পুলিশের টিআই ফিরোজ,সার্জেন্ট নাহিয়ান, সার্জেন্ট মাহবুব , সার্জেন্ট মোজাইন অভিযান পরিচালনা করেন।
যানজট নিরশনে অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল ইয়াসিন আরাফাত জানান, ট্রাফিক পুলিশ সড়কে উপস্থিত থাকলেও আইনগত কার্যক্রম বন্ধ ছিল, পুলিশ সুপারের নির্দেশে আইনগত কার্যক্রম নতুনভাবে শুরু করা হয়েছে। যে গাড়িগুলো শহরে প্রবেশ করার নয় সেই গাড়িগুলো অভাদে প্রবেশ করছে। অবৈধভাবে গাড়িগুলো চলাচল করার কারণে যানজট বৃদ্ধি পাচ্ছে। সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

জনদুর্ভোগ বাড়ছে, জনদুর্ভোগ নিরশনে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ট্রাফিক পুলিশের আইনগত কার্যক্রম শুরু হল।

এর উদ্দেশ্য হলো যারা শহরে অনুপ্রবেশ করছে তারা যেন সাবধান হয়ে যায়। যাতে করে সকলে ট্রাফিক রুল অনুযায়ী কাগজপত্র আপডেট করে রাস্তায় চলাচল করে। সড়কে এলোমেলো ভাবে গাড়ি পার্কিং করে যাত্রী উঠানামা করার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। চালকরা যাতে নির্দিষ্ট স্ট্যান্ডে গাড়ি রেখে যাত্রী উঠানামা করেন সেই নির্দেশনা দেন।

সম্পর্কিত খবর