স্টাফ রিপোর্টার: মহালয়া তিথিতে পিতৃ-মাতৃহীনরা তাদের পূর্বপূরূষের স্মরন করে এবং পূর্বপূরুষের আত্মার শান্তি কামনা করে জল পিন্ড প্রদান করেন। আর সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্ত্যে পাঠিয়ে দেয়া হয়। আর প্রয়াত আত্মার যে সমাবেশ হয়, তাহাকে মহালয় বলা হয়।
এ দিন তর্পন করলে পিতৃপুরুষেরা। আশীর্বাদ করেন। এ ছাড়াও এদিনে দেবী দুর্গার বোধন করা হয়, বোধন অর্থ জাগরণ। তাই মহালয়ার পর দেবীপক্ষের (শুক্লপক্ষের) প্রতিপদে ঘট বসিয়ে শারদীয়া দুর্গা পুজার সূচনা করা হয়।
বিগত বছরের ন্যায় এবছর ও চাঁদপুর শ্রীশ্রী কালিবাড়ি মন্দিরের আয়োজনে মহালয়ার দিন ২ অক্টোবর ভোরে তর্পনে অংশ গ্রহনকারিরা শ্রীশ্রী কালিবাড়ি মন্দিরে সমবেত হতে হবে। তার্পনের জন্য যারা এখনো টোকেন সংগ্রহ করেন নি তারা শ্রীশ্রী কালিবাড়ি মন্দিরের অফিস কক্ষে অথবা মন্দির পরিচালনা কমিটির সদস্য গবিন্দ সাহা, প্রবির পোদ্দার, অর্জুন সাহা ও কেশব করের কাছ থেকে ৬০ টাকা প্রনামি জমা দিয়ে টোকেন সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে।
বিঃদ্রঃ ১ অক্টোবর মঙ্গলবার নিরামিষ আহার খেতে হবে।পরদিন ২ অক্টোবর বুধবার ভোরে তর্পনের মাধ্যমে পূর্ব পুরুষ দের জল পিন্ড প্রদান করা হবে চাঁদপুর প্রেসক্লাব ঘাট সংলগ্ন ডাকাতিয়া নদীতে। ভক্তরা শুধুমাত্র শিব কুশা সাথে আনতে হবে।বাকি সব কিছু মন্দির থেকে দেওয়া হবে।