চাঁদপুর জেলা প্রশাসককে জেলা আইনজীবী সমিতির ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোটার ::চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দিনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবী সমিতির কাযকরী কমিটির সভাপতি অ্যাড: এ.এন.এম মাঈনুল ইসলাম ও সাধারন সম্পাদক অ্যাড: বদরুল আলম চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ। এ সময় সমিতির ও বিভিন্ন বিষয় নিয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন ।

ফুলেল শুভেচছা ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির কাযকরী কমিটির সম্পাদক লাইব্রেরী অ্যাড: জাবির হোসেন, সম্পাদক সমাজ কল্যাণ ও সেমিনার অ্যাড: বিশ্বজিৎ কর রানা, জেনারেল অডিটর অ্যাড: মামুন হোসেন মিয়াজী, রানিং অডিটর অ্যাড: শফিকুল ইসলাম রনি, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড: মোঃ আবু কাউসার ( টিটু), সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড: শাহ-ই-জালাল সাব্বির, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড: আব্দুল্লাহ আল নকিব ও অ্যাড: আবির হাসান রনি।

এ সময় জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর