সমির ভট্রাচার্য্য : মতলব দক্ষিনের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেন) মোঃ খাইরুল কবির ।
গত ২৪ সেপ্টেম্বর বিকালে তিনি মতলব সদরের শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির, কলাদী হরিসভা মন্দির, কলাদী হারাধন চক্রবর্তী বাড়ী মন্দির, চন্দন সাহা বাড়ী মন্দির, ঘোষপাড়া হরিসভা মন্দির পরিদর্শন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক চন্দন সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, উপজেলা যুবঐক্য পরিষদের আহবায়ক সমির ভট্রাচার্য্য, প্রকৌশলী নিমাই ঘোষ, কলাদী হরিসভা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি সৌকত সাহাসহ পুলিশ সদস্যরা ।
এ সময় সার্কেল এসপি খাইরুল কবির মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ।