স্টাফ রিপোর্টার : চাঁদপুরের নবাগত অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক হিসেবে যোগ দিলেন মুহাম্মদ আমিরুল ইসলাম ।
সোমবার ( ২৩ সেপ্টেম্বর ) সকালে জেলা জজ আদালতে এসে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মহসিনুল হক।
এ সময় বিচার বিভাগের অনান্য বিচারকরা উপস্থিত ছিলেন।
মুহাম্মদ আমিরুল ইসলামের প্রথম কমস্থল ছিলো চাঁদপুর জেলাতে। ২০০৮ সালে জুডিসিয়াল ম্যাজিষ্ট্টেট হিসেবে চাঁদপুর জেলাতে দায়িত্ব পালন করেন। এরপর বিভিন্ন জেলাতে সুনামের সহিত বিচারিক দায়িত্ব পালন শেষে গতকাল সোমবার চাঁদপুরের বিচার বিভাগে যোগ দেন। তার বাড়ী নোয়াখালীর হাতিয়া এলাকায়।