স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বাথরুম ফিটিংস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বিবিএফএমএ) কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৬ইং) অনুষ্ঠিত হয়েছে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য নিয়ে উৎসবমুখর পরিবেশে গত ১৪ সেপ্টেম্বর (শনিবার) ঢাকা যাত্রাবাড়ী নুর কমিউনিটি সেন্টারে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়। ৫৫৪ ভোটারের মধ্যে ৫৪৪ টি ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচনে ৪২ জন প্রার্থীর মধ্যে ২১ জন প্রার্থী পরিচালক হিসেবে জয়লাভ করেছেন। ভোট গণনা করে এদিন রাতেই ভোটের ফলাফল প্রকাশ করা হয়।
নির্বাচনে বিজয়ী ২১ পরিচালকের মধ্যে ৩২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর পাঁচআনী গ্রামের মরহুম জয়নাল আবেদীন সরকারের কনিষ্ঠ পুত্র “যমুনা মেটাল ওয়ার্কস্” এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমান উল্লাহ কাজল। তিনি বাংলাদেশ বাথরুম ফিটিংস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের টানা চতুর্থ বার পরিচালক হিসেবে এবং নির্বাচিত পরিচালকদের সরাসরি ভোটে (২০১৫-২০২০) প্রথম সহ সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এছাড়াও গোল্ডেন ফর ফিউচার এসোসিয়েশনের সভাপতি হিসেবে একটানা ১২ বছর দায়িত্ব পালন করছেন।
এদিকে নির্বাচনে বিজয়ী ২১ পরিচালকের মধ্যে ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামের কাজী বাড়ির মৃত কাজী নোয়াব আলীর কনিষ্ঠ পুত্র “ফ্যান্টাসি মেটাল ইন্ডাস্ট্রিজের” ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ মামুন হোসেন।
তিনি বাংলাদেশ বাথরুম ফিটিংস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের টানা তৃতীয় বার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। গোল্ডেন ফর ফিউচার এসোসিয়েশনের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি উত্তর যাত্রাবাড়ি সমাজকল্যাণ পরিষদের সদস্য ও চাঁদপুরের নিজ ইউনিয়নের পাইকস্তা কাজী বাড়ি জামে মসজিদ এবং আলম মাল বাড়ি জামে মসজিদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
নির্বাচনে ২১ প্রার্থীর মধ্যে “সম অধিকার ঐক্য পরিষদে” ১৫ জন জয়ী হয় এবং মুক্ত মনা পরিষদের ৬ জন জয়ী হয়েছেন। ২১ জন পরিচালকের মধ্যে থেকে ১২ জন শীর্ষ কর্মকর্তা এবং ৯ জন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
চলতি মাসের গত ১৬ সেপ্টেম্বর (সোমবার) বিজয়ী পরিচালকদের সর্বসম্মতিক্রমে শীর্ষ কর্মকর্তা মো. আমান উল্যাহ কাজলকে সভাপতি ও কাজী মো. মামুন হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও কার্যকরী কমিটিতে শীর্ষ কর্মকর্তা যারা নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ সহ-সভাপতি মোঃ রফিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুল হক, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশীদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন, কোষাধ্যক্ষ এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, প্রচার সম্পাদক মোঃ ডালিম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, শ্রম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রফিক উদ্দিন।
এছাড়াও পরিচালক হিসাবে মোঃ শহিদুল ইসলাম, রোমান মিয়া, মোঃ আবদুল মান্নান, মোঃ বাকের আলী, মোহাম্মদ একরাম উদ্দিন, শাহ্ মোঃ আমীর আলী, আতাউর রহমান (সাহাজউদ্দিন), মোঃ কামাল হোসেন, পরিচালক মোঃ মহি উদ্দিন কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন।
তৃতীয়বারের মত জয়ী হয়ে ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে কাজী মামুন হোসেন বলেন, বাংলাদেশ বাথরুম ফিটিংস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৬) ইং পরিচালক পদে এ আপনারা আমাকে টানা তৃতীয় বার আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করে আমাদের প্রাণের সংগঠনের উন্নয়ন এবং আপনাদের কে সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আপনাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। আমার এবং আমার দলের জন্য আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন,দোয়া করেছেন,আপনাদেরকে সম অধিকার ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন। এই বিজয় আপনাদের সবার।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ সোলায়মান পারসী (ফয়সল)। নির্বাচন বোর্ড সদস্য হিসাবে মোঃ সফিকুল ইসলাম মোঃ শহিদুল হাসান দায়িত্ব পালন করেন।
এছাড়াও আপিল বোর্ড চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ সাহাবুদ্দিন চৌধুরী ও আপিল বোর্ড সদস্য হিসাবে মোঃ পারভেজ আলম চুন্নু, মোঃ আব্দুল খালেক দায়িত্ব পালন করেন।
এসময় নির্বাচনে পর্যবেক্ষণের সর্বাধিক দায়িত্বে ছিলেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক গিয়াসউদ্দিন খোকন, এফবিসিসিআই এর পরিচালক মীর নিজাম উদ্দিন আহমেদ, আবু মোতালেব, খন্দকার রুহুল আমীন, হাফেজ হারুন সহ অন্যান্য এসোসিয়েশনের সভাপতি,সাধারণ সম্পাদক এবং আমন্ত্রিত অতিথিরা।