চাঁদপুর খবর ডেক্স : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ‘সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল রোবাবর (২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে তাঁর কার্যালয়ে সৗজন্য সাক্ষাৎ করেছেন।’
সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান দেশের বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনী কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবগত করেন। এসময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য ধন্যবাদ জানান।