চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২৩ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী মৃদুল কান্তি ঘোষকে (৫৫) আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আটক মাদক ব্যবসায়ী মৃদুল কান্তি ঘোষ কুমিল্লা জেলার কোতয়ালি থানার জাকুনীপাড়া গ্রামের বাসিন্দা।
শাহরাস্তি থানার ওসি মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তির কালিয়াপাড়া তিন রাস্তার মোড়ে জাকির স্টোর অ্যান্ড কনফেকশনারির সামনে থেকে ২৩ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।’
আলমগীর হোসেন আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে মৃদুল। সে ভারতীয় মদ কুমিল্লাতে থেকে কিনে ফেরি করে বিক্রি করে বলে জানায়।