স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম রোকেয়া বেগম (৬০)। তিনি দিঘলীপাড় গ্রামের মৃত কালু মিয়া প্রধানের স্ত্রী।
এ ঘটনায় ছেলে ঘাতক নুরে আলম (৩২) গ্রেফতার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন।
নিহত রোকেয়া বেগমের বড় মেয়ে মায়া আক্তার জানান, আমার ছোট ভাই নুরে আলম মানসিকভাবে প্রতিবন্ধী। প্রায় সময়ই সে আমাকে এবং আমার মা কে মারধর করত।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দিকে মায়ের সাথে এক সঙ্গে ভাত খেয়ে ঘর থেকে বের হয়ে যায়। কিচ্ছুক্ষণ পরে বারিতে ফিরে ঘরের দরজার সামনে আমার মাকে দেখতে পেয়ে নুরে আলম কোন কিছু বোঝার আগেই একটি ইট নিয়ে দৌড়ে গিয়ে আমার মায়ের মাথায় এলোপাথাড়িভাবে আঘাত করে। আঘাত পেয়ে আমার মা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়েন। পরে ঘটনাস্থলে আমার মা মারা যান। থানা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে আমার ছোট ভাই নুর আলমকে ধরে থানায় নিয়ে যান।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সানোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নুরে আলমকে আটক করেছি। নুরে আলম মানসিকভাবে প্রতিবন্ধী। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।