স্টাফ রিপোর্টার : মতলব দক্ষিণ উপজেলার মাস্টার বাজার বহুমুখী সমবায় সমিতির ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক আ: রহিম মিজি। তিনি উপজেলার ৬ নং উপাধি দক্ষিণ ইউনিয়নের গোসাইপুর গ্রামের মৃত রুহুল আমিন মিজির ছেলে।
আ: রহিম মিজি মাস্টার বাজার মুদি দোকান থাকা অবস্থায় একটি সমিতি গঠন করেন। যার নাম (মাস্টার বাজার বহুমুখী সমবায় সমিতি)। উক্ত সমিতি থেকে প্রায় ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা। দীর্ঘ তিন বছর যাবৎ পলাতক। তার ভাই ফারুক মিজির কাছে এলাকাবাসী বারবার আসলেও সে তার ভাইয়ের কোনো খোঁজ দেয়নি।
এমতাবস্থায় এলাকাবাসী দিশেহারা। মামলা না করার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। জানা যায় ১৯৯৫ সালে চট্টগ্রাম সমুদ্র বন্দরে একটি মাছঘাঁটিতে চাকরি করার সময় সেখান থেকে প্রায় ৪৫ লাখ টাকা নিয়ে পালিয়ে আসে। চট্টগ্রাম থেকে তার খোঁজে লোক আসলেও সে হুমকি-ধমকি দিয়ে বিতাড়িত করে দেয়।