চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সভাপতি চাঁদপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান কমিটির উপদেষ্টা’ চাঁদপুরের প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন । তাকে ঢাকা লাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ল্যাবএইড হসপিটালে ভর্তি করা হয়।
জানা যায়, বর্তমানে তাঁর বিভিন্ন রকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
চাঁদপুরের প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব শফিউদ্দিন আহমেদের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।