হাজীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ৪ জনের অবস্থা গুরুত্বর : আহত-৫০

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুরের হাজীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৫০ জন।

এ সময় এক কিশোর সহ অন্তত চারজন গুরুত্বর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ও ঢাকায় উন্নত চিকিৎসার নিয়ে যাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার ও শুক্রবার হাজীগঞ্জ উপজেলার টোরাগড় ও মকিমাবাদের দুই গ্রামের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আশঙ্কাজনক বিলবাড়ির ইউনুসের ছেলে সাইমনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে গেছেন তার বাবা। তথ্যটি চাঁদপুর খবরকে নিশ্চিত করেছেন সাইমনের বাবা ইউনুছ। তবে বাকী গুরুত্বর ৩ আহতদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে দু’দিনের টানা সংঘর্ষের ঘটনায় অন্তুত প্রায় ৫০ জন আহতের খবর পাওয়া গেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

এদিকে ফেসবুকসহ বিভিন্ন সূত্রে জানা গেছে হাজীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ঘটনায় ২জন নিহত হয়েছে বলে দাবী করা হয় । কিন্তু এর সত্যতা পাওয়া যায়নি । কিংবা পুলিশ স্বীকারও করছে না ।

 

সম্পর্কিত খবর